তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে একুশে জুলাইয়ের সভা ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কলকাতায় আসতে শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলা থেকে আগত কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে করা হয়েছে বিশাল আবাসন ও ব্যবস্থাপনা।
জানা গেছে, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলার কর্মীদের জন্য সেন্ট্রাল পার্কে বসানো হয়েছে সাতটি বড় তাবু। এছাড়াও রয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি তাবু।
ক্যাম্প চত্বরে রাখা হয়েছে সহায়তা কেন্দ্র, মেডিকেল টিম, সুরক্ষা কর্মী সহ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। খাবার মেনুতেও রয়েছে সরল ও পুষ্টিকর আহার — ডিম, ভাত, ডাল ও সবজি। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা স্নানাগারের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গোটা ক্যাম্প এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যার মাধ্যমে চলছে নজরদারি। ক্যাম্পে ২৪ ঘণ্টা পুলিশ ও তৃণমূলের স্বেচ্ছাসেবকরা রয়েছে নজরদারিতে।
