আইটিআই-তে কাউন্সেলিং চলাকালীন টাকার দাবিতে চা*ঞ্চল্য

কোচবিহার শহরের বিবেকানন্দ স্ট্রিট সংলগ্ন আইটিআই কলেজে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং চলাকালীন টাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে, কাউন্সেলিংয়ে আসা বহু ছাত্র-ছাত্রীর কাছ থেকে টাকা তুলছিল টিএমসিপি ইউনিয়নের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী কাউন্সেলিংয়ে যোগ দিতে আসে। অভিযোগ, কাউন্সেলিং চলাকালীন শিক্ষকের সামনেই টিএমসিপি-র কিছু সদস্য এসে একাংশ ছাত্র-ছাত্রীকে ভেতরে রেখে বাকিদের গেটের বাইরে যেতে বলে। পরে বাইরে অপেক্ষমান ছাত্র-ছাত্রীদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করা হয়।

কাউন্সেলিংয়ে অংশ নেওয়া এক ছাত্র জানান, যারা আগে থেকেই ইউনিয়নকে টাকা দিয়েছিল, তাদের বাদ দিয়ে বাকিদের বাইরে বের করে দেওয়া হয়। এরপর জানানো হয়, তাদের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা হবে।

অভিযোগের প্রেক্ষিতে টিএমসিপি পক্ষ দাবি করেছে, কাউন্সেলিং চলাকালীন তারা শুধু নিজেদের দাবির ভিত্তিতে আলোচনা করেছে। এবছর ইলেকট্রিশিয়ান ট্রেড খোলা না থাকায় বহু ছাত্র ভর্তি হতে পারছে না, সেই বিষয় নিয়েই তাদের অসন্তোষ। টিএমসিপি-র দাবি, র‍্যাঙ্ক থাকা সত্ত্বেও অনেক ছাত্র ভর্তি সুযোগ পাচ্ছে না, সেটাই প্রধান ইস্যু।

এই ঘটনার কিছুক্ষণ পরেই টিএমসিপি-র পক্ষ থেকে কলেজের সামনে বিক্ষোভ শুরু হয়। তাদের অভিযোগ, বাংলা ভাষাকে অবহেলা করা হচ্ছে ও সেই হেনস্তার প্রতিবাদেই তারা পথে নেমেছে।

অভিযোগ ও পাল্টা দাবিকে ঘিরে ইতিমধ্যেই কলেজ চত্বর ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।