শিলিগুড়িতে চেইন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরবাইক উদ্ধার

প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ধরা পড়ল এক চেইন ছিনতাইকারী। পুলিশের হাতে ধৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, ধৃত যুবক ফাঁটাপুকুর এলাকায় বাড়ি। ঘটনার সঙ্গে যুক্ত মোটরবাইকটিও উদ্ধার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই চম্পাসাড়িতে এক মহিলা মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে দাঁড়িয়ে ছিলো। সেই সময় দু’জন যুবক মোটরবাইক নিয়ে এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযোগ দায়েরের পর তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোটরবাইকটি শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়ভ