লিস নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, তৎপরতায় রক্ষা পেলো চান্দা কলোনি

পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে লিস, ঘিস, চেল, মালসহ বিভিন্ন ঝরার জল বেড়ে গিয়েছে, যার প্রভাব পড়েছে সমস্ত নদ-নদীতে। আজ রাতে লিস নদীর ধারে অবস্থিত বাগ্রাকোটের চান্দা কোম্পানি এলাকার লিস নদীর বাঁধ প্রচণ্ড জলের চাপে ভেঙে যাওয়ার মুখে পড়ে।

এই দৃশ্য প্রথম নজরে আসে স্থানীয় গ্রামবাসীদের, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীকে। তিনি ঘটনাস্থলে এসে, দেরি না করে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। রাতেই নদীর জল অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বাঁধ মাটি দিয়ে সংস্কার শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রাজেশ ছেত্রীর দ্রুত পদক্ষেপ ও গ্রামবাসীদের সহযোগিতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় চান্দা কলোনির সমস্ত পরিবার। আজকের রাতে এক বড় দুর্ঘটনা এড়াতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় বাসিন্দারা।