বাংলার শিশু-কিশোর নাট্যচর্চার এক সুপরিচিত নাম চেতলা কৃষ্টি সংসদ। প্রতি বছর শীতকালে তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর নাট্য উৎসব। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ ডিসেম্বর সূচনা হল চেতলা কৃষ্টি সংসদের ৩১তম শিশু নাট্য উৎসবের। ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এই তিন দিনে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক প্রধান পিনাকী গুহ, শিশু দুহিতা ব্যানার্জী ও কিশোর অঙ্কিতা বিশ্বাস। প্রথম দিনের উদ্বোধনী নাটক হিসেবে মঞ্চস্থ হয় বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের প্রযোজনা ‘আমরা কোন্ পথে হাঁটছি?’। কলকাতায় এটি এই নাটকের ষষ্ঠ প্রযোজনা। এর আগে এসো নাটক শিখির আয়োজনে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়েছিল এর পঞ্চম প্রযোজনা। এবারের উৎসবে কলকাতার পাঁচটি নাটকের পাশাপাশি বাইরের জেলা থেকে একমাত্র নির্বাচিত নাটক হিসেবেই জায়গা পেয়েছে এই প্রযোজনা।
নাটকটির মূল প্রতিপাদ্য বিষয় শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ। মহলা কক্ষ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের শৌচালয়ের বাস্তব চিত্র তুলে ধরে নাটকটি ধীরে ধীরে পৌঁছে যায় প্রচলিত শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সমস্যার দিকে। জঙ্গলের দৃশ্যের রূপক ব্যবহার করে তুলে ধরা হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থার ফাঁকফোকর সহ শিশু-কিশোরদের জন্য প্রয়োজনীয় কাঙ্ক্ষিত শিক্ষার রূপ। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তুহিনশুভ্র মণ্ডল। অভিনয়ে অংশ নিয়েছে সায়ন্তিকা, তনুশিয়া, তপজ্যোতি, অদ্রিকা, শ্রেয়াংশু, মনোসৃজা, অনিরুদ্ধ, মধুস্মিতা, সমৃদ্ধি, আরশি, অদ্রিজা ও তুহিনশুভ্র মণ্ডল।
চেতলা কৃষ্টি সংসদের নির্দেশক পিনাকী গুহ জানান, “শিশু – কিশোরদের চেতনা বিকাশের লক্ষ্যে দীর্ঘদিন ধরে নাট্য চর্চা ও নাট্য উৎসবের আয়োজন করে আসছেন। এবারের উৎসবে কলকাতার পাঁচটি নাটকের সঙ্গে বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের নাটক বিশেষ আকর্ষণ।”
অন্যদিকে কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের নির্দেশক তুহিনশুভ্র মণ্ডল বলেন, কলকাতার বাইরে একমাত্র নাট্য দল হিসেবে আমন্ত্রণ পেয়ে ভীষণ খুশি। শিশু-কিশোর শিল্পীরাও দারুণ উৎসাহিত। গত পাঁচ বছর ধরে ছোটদের নিয়ে নাট্যচর্চা করা হচ্ছে। নাটকের শহর হিসেবে পরিচিত বালুরঘাটের গৌরব শিশু -কিশোর নাট্যের মাধ্যমে আরও বাড়িয়ে তুলতে।
