শিক্ষক দিবসের মেনুতে চিকেন বিরিয়ানি

আর এই বিশেষ দিনে কার্যত ভুরিভোজের আয়োজন করা হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এদিন মিড ডে মিলের মেনুতে আর পাঁচটা দিনের থেকেও শিক্ষক দিবস উপলক্ষে ছিল স্পেশাল মেনু। ডাল-ভাত- সব্জী- ডিম নয় , চিকেন বিরিয়ানি দিয়েই ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করলো স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই স্কুলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রীদের পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয় এদিন । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর পাঁচটা দিন এই স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল প্রস্তুত করেন । কিন্তু এদিন মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষক-শিক্ষিকারাই।

সকাল থেকে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান-আবৃত্তিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল ম্যাচে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। এরপর দুপুরে মহাভুরিভোজ। স্কুলের তরফ থেকে মিড ডে মিলে দেওয়া হয়  চিকেন বিরিয়ানি। সঙ্গে স্যালাড। ছাড়াও ছিল আরো নানান লোভনীয় পদ। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় গাববেরিয়া জানান, এই দিনটি আমাদের খুশির দিন। তাই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিছু ভালো সময় কাটালাম।

নাচ গান আবৃত্তির মধ্যে কাটলো দিনটি। যেহেতু আর পাঁচটা দিনের থেকেও কিছুটা আলাদা এই দিন। তাই এই বিশেষ দিনে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ চমক। সকলকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। শিক্ষিকা প্রিয়া সিংহ রায়  জানান, আজকের দিনটা আর পাঁচটা দিনের থেকে কিছুটা আলাদা। শিক্ষক দিবসে এই প্রান্তিক এলাকার এই স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে উদযাপন করাটা সৌভাগ্যের বিষয়। এই প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করলাম আমরা। ছাত্র-ছাত্রীদের  এই বিশেষ দিনে শিক্ষক ও শিক্ষিকারা মিড ডে মিলের দুপুরের মেনুতে বিরিয়ানি রান্না করেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই খাবার ভাগ করে নেয়।