জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিচারপতি। গত ৮ মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়েছে।
রাজ্যের তরফে তা তুলে দেওয়া হয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে। এখন সার্কিট বেঞ্চের সামান্য কিছু কাজ বাকি। দ্রুত তা শেষ করে স্থায়ী ভবনে সার্কিট বেঞ্চ পুরোদমে চালু করতে জোর তৎপরতা চলছে। হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন সেসবই খতিয়ে দেখেন।