দুধিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: নিহত ১২ পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক, ক্ষ*তিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি পৌঁছান মিরিকের দুধিয়ায়। সেখানে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ও দুর্গত বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

আগেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন দুধিয়ায় সেই ১২টি মৃত পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক নিজ হাতে তুলে দেন তিনি। পাশাপাশি জানান, নিহতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও দৈহিক উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও আশ্বাস দেন মমতা।

ক্ষতিগ্রস্ত এলাকায় আপাতত কমিউনিটি কিচেন চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের জন্য অন্তত এক মাসের সরকারি সাহায্য দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।

দুর্যোগে যাঁদের আধার, প্যান, রেশন কার্ড বা অন্য সরকারি নথি নষ্ট হয়ে গেছে, তাঁদের জন্য বিশেষ ক্যাম্প করে নতুন নথি তৈরি করে দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের বইখাতা ও স্কুল ড্রেস নষ্ট হলে সেগুলিও নতুন করে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

চাষিদের ক্ষেতের ক্ষতি নিয়েও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন— যেখানে যত জমির ক্ষতি হয়েছে, সেখানে কৃষি বিমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁদের ঘরবাড়ি ভেসে গেছে, তাঁদের পুনর্বাসনের দায়িত্ব নেবে রাজ্য সরকার।

দুধিয়ার লোহার সেতু ধসে যাওয়ার পর ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের কাজ দ্রুত শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শ্রমিকদের সাবধানে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, “নদীতে এখনও প্রবল স্রোত রয়েছে, তাই প্রয়োজনে ২ দিন অপেক্ষা করে কাজ করুন। সবাই লাইফ জ্যাকেট পরে কাজ করবেন।”

উত্তরবঙ্গবাসীর পাশে রাজ্য সরকারের সার্বিক সহায়তার বার্তা দিয়েই দুধিয়ার প্রশাসনিক পরিদর্শন শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।