প্রাকৃতিক দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের সফরে ধসে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখা পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠক— সবকিছুই সম্পন্ন করার পর সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী।
দার্জিলিং ম্যাল সংলগ্ন মহাকাল মন্দির উত্তরবঙ্গের এক ঐতিহাসিক ও পবিত্র স্থান। একই চত্বরে শিব, বুদ্ধ ও গুরু পদ্মসম্ভবের উপাসনা হয়— যা পাহাড়ের বহু-ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মহাকাল দেবতার আশীর্বাদে পাহাড় শান্ত থাকে ও প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি মেলে।
মুখ্যমন্ত্রী এদিন ফুল, ফল ও ধূপ-দীপ দিয়ে মহাকালেশ্বরের পুজো অর্চনা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকরা।
মহাকাল মন্দির থেকে বেরিয়ে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য পাহাড় সফরে দুর্গত পরিবারগুলির দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। পাহাড়ের মানুষও মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানান।
