দু’দিনের উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকে বেরোনোর সময় আকাশ ছিল মেঘলা। মুহূর্তের মধ্যেই শিলিগুড়িতে নামল প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই মুখ্যমন্ত্রী পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “সব সুস্থ থাক, ভালো থাক। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সাবধানে থাকতে হবে বার্তা দেন তিনি। পাশাপাশি সম্প্রতি উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির কারণে বিপাকে পড়েছে পুজো উদ্যোক্তারা, বৃষ্টির কারণে এখনো অসমাপ্ত পুজো প্যান্ডেল সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী”
উত্তরবঙ্গ সফরকালে সরকারি একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপালের অশান্তি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নেপালে আটকে পড়া ভারতীয় পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য রাজ্য প্রশাসন সর্বদা নজর রাখছে।
উল্লেখ্য, নেপালের পরিস্থিতি নিয়ে গভীর রাত পর্যন্ত প্রশাসনিক কর্তাদের সঙ্গে মনিটরিং করেন মুখ্যমন্ত্রী।
