বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফের উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সোমবার তাঁর সফরের কথা থাকলেও, ক্ষতিগ্রস্ত তিন জেলার পরিস্থিতি আরও ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার উদ্দেশ্যে রবিবারই তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছান।

দুর্যোগ পরবর্তী সময়ের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা ও সুভাসিনী চা বাগান এলাকায় যান। সেখানকার বাসিন্দাদের হাতে নিজে হাতে ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা যায় তাঁকে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী।

সোমবার যাওয়ার কথা জলপাইগুড়ি জেলায়, যেখানে নাগরাকাটা সহ একাধিক এলাকা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াবেন, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন সাথে চলমান ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

প্রশাসনের সূত্রে খবর, উত্তরবঙ্গের তিন জেলা — আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বর্তমানে টানা বৃষ্টি ও পাহাড়ি জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু চা-বাগান এলাকা প্লাবিত, রাস্তাঘাট ভেঙে পড়েছে ও একাধিক পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণশিবিরে।

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে নেই, কিন্তু মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই সবরকম সাহায্যের ব্যবস্থা করছে।”

রবিবার থেকে শুরু হওয়া এই সফর সোমবার নাগরাকাটা ও পার্শ্ববর্তী অঞ্চলে চলবে। মুখ্যমন্ত্রী সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন বলেও নবান্ন সূত্রের খবর।