ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ভারত- নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করতে চালানো অভিযানে সাফল্য পেলো শস্ত্র সীমা বল (SSB)। এসএসবির ৪১তম ব্যাটেলিয়ন পানিট্যাঙ্কির ট্রেড অ্যান্ড ট্রানজিট রুটের নিউ ব্রিজ এলাকা থেকে এক চিনা নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করে।

তল্লাশির সময় ওই ব্যক্তির নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, তার কাছে রয়েছে দুটি সুইস পাসপোর্ট, যেগুলি দুটি ভিন্ন নাম ধরা পড়ে এসএসবি চোখে খামরিচাং তসেতেন গুর্মে ও সেঙ্গেইচাং কার্মা জিমি।

ওই চিনা নাগরিক ভারতের ভূখণ্ডে কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল।

আটক ব্যক্তির প্রাথমিক তদন্তের পর খড়িবাড়ি থানার হাতে তুলে হয় বললে জানা গেছে।