গত সেপ্টেম্বর মাসে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সেখানে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। জুবিনের মৃত্যু নিয়ে রয়েছে একাধিক জল্পনা। পূর্বাঞ্চলের অনেকেরই দাবি, খুন করা হয়েছে তাদের প্রিয় গায়ককে। তদন্ত চলছে। এর মাঝেই, মঙ্গলবার গায়কের ৫৪তম জন্মদিন।
তাঁর জন্মদিন উপলক্ষ্যে অসমে আজ ‘জুবিন দিবস’। মধ্যরাত থেকেই গায়কের বাড়ির সামনে ভিড় জমে অনুরাগীদের। কেক কাটা হয় তাঁর ছবির সামনে। পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। এছাড়াও গায়কের জন্মদিন উপলক্ষ্যে অনেক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আবার কোনও কোনও স্কুলেও গায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্বামীর জন্মদিনে অনুরাগীদের বিশেষ আয়োজনে সঙ্গ দেন স্ত্রী গরিমা শঈকীয়া। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘ এই জন্মদিন থেকে আগামী প্রতিটা জন্মদিনে আমরা নিজেদের গল্প শুরু করব। যেখানে থেকো ভালো থেকো।’’
প্র*য়াত শিল্পীর জন্মদিনে আবেগে ভাসল শহরবাসী
