সাংসদের সঙ্গে দৌড়ে শহরবাসী, প্রধানমন্ত্রীর জন্মদিনে অভিনব আয়োজন

এবছর ৭৫ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষ্যকে কেন্দ্র করে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি—কোথাও বসে আঁকো প্রতিযোগিতা, কোথাও স্বচ্ছ ভারত অভিযান, আবার কোথাও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করা হচ্ছে।

তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার দার্জিলিং জেলা বিজেপির পক্ষ থেকে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল এক দৌড় প্রতিযোগিতা। শিলিগুড়ি হনুমান মন্দির থেকে শুরু হয়ে হিলকার্ট রোড পেরিয়ে শহরের প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্কে এসে শেষ হয় এই দৌড়।

প্রতিযোগিতায় অংশ নেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, প্রাক্তন ফুটবলার ভারত ছেত্রী সহ বহু প্রতিযোগী। সাংসদ নিজেও প্রতিযোগীদের সঙ্গে দৌড়ে অংশ নেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়ির রাস্তায় তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিজেপি কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।