বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ৩০ শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে গেল রাজ্যের সমস্ত সরকারি স্কুল গুলিতে।
এখন বেশ কিছুদিনের জন্য আর স্কুল যেতে হবে না পড়ুয়াদের। কিন্তু বাদ সেধেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। গরমের ছুটির মধ্যেও অনলাইন ক্লাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংসদের তরফে। স্কুল খোলার কিছুদিন পরেই সেপ্টেম্বর মাসে রয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।
এমনিতেই পড়ুয়াদের সিলেবাস এবং পরীক্ষার ধরণ বদলেছে। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা সংসদের। উল্লেখ্য, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মিলিয়ে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন করা হবে। তাই পড়ুয়াদের প্রস্তুতি চলবে গরমের ছুটির মধ্যেও।