সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনায়র পরিস্থিতির মধ্যেই ভারত-নেপাল সীমান্তে বেআইনি প্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় চীনা নাগরিকদের জন্য ফের সতর্কবার্তা জারি করল নেপালে অবস্থিত চীনা দূতাবাস।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তবুও কিছু চীনা নাগরিক সীমান্ত অঞ্চলে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন, যার ফলে তাদের গ্রেফতার হতে হচ্ছে। নেপাল ও ভারতের নাগরিকরা পরিচয়পত্র দেখিয়ে সীমান্ত পারাপার করতে পারেন, কিন্তু এই নিয়ম বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
চীনা দূতাবাস স্পষ্ট জানিয়েছে, কোনো বিদেশি নাগরিক ভিসা ছাড়া নেপাল হয়ে ভারতে প্রবেশ করতে পারেন না। বিহারের ভারত-নেপাল সীমান্তে দুই চীনা নাগরিককে গ্রেফতারের ঘটনা রয়েছে। ওই দুইজনের বিরুদ্ধে সীমান্তে ভিডিও ও সেলফি তোলার অভিযোগ রয়েছে এবং তাদের কাছে বৈধ ট্র্যাভেল ডকুমেন্টও ছিল না বলে জানিয়েছে পুলিশ।
