২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর নিয়ে এল কোকা-কোলা ইন্ডিয়া। আগামী ১০ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর আসতে চলেছে ভারতে। এই সফরে ট্রফিটি নয়াদিল্লি এবং গুয়াহাটি ভ্রমণ করবে। ভারতীয় ফুটবল ভক্তরা প্রথমবারের মতো কাছ থেকে ফুটবলের এই শ্রেষ্ঠ পুরস্কারটি দেখার সুযোগ পাবেন। কোকা-কোলা কোম্পানির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মিকেল ভিনেট এই সফর নিয়ে ব্যাপক উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ট্যুর ভক্তদের ফুটবলের আবেগের সঙ্গে সরাসরি যুক্ত করবে। ভারতে ট্রফিটি নিয়ে আসার মূল লক্ষ্য হল ফুটবল নিয়ে উন্মাদনা এবং উদ্দীপনা তৈরি করা। কোকা-কোলা ইন্ডিয়ার মার্কেটিং ডিরেক্টর কার্তিক সুব্রমনিয়ান জানান, ফুটবল এখন একটি শক্তিশালী সামাজিক মাধ্যম। এই ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বসেরা একটি মুহূর্তকে স্থানীয় ভক্তদের হাতের নাগালে নিয়ে আসা হচ্ছে।
২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ যৌথভাবে আয়োজন করতে চলেছে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রফিটি বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোট ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। আগামী ১০ জানুয়ারি নয়াদিল্লিতে একটি বিশেষ বিমানের মাধ্যমে ট্রফিটি আনা হবে। ১১ জানুয়ারি ওখলার এনএসআইসি গ্রাউন্ডে ভক্তরা এটি দেখার সুযোগ পাবেন। এরপর ট্রফিটি গুয়াহাটিতে যাবে। সেখানে মাঘ বিহুর উৎসবের সঙ্গে ফুটবলের এই উন্মাদনা মিলেমিশে একাকার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এই আয়োজনে পরিবেশ রক্ষায় কোকা-কোলা এবার ‘#ময়দানসাফ’ নামে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অনুষ্ঠানের জায়গায় বর্জ্য ব্যবস্থাপনা এবং রিসাইক্লিং নিশ্চিত করা হবে। ১৯৭৮ সাল থেকে ফিফা ওয়ার্ল্ড কাপের সঙ্গে যুক্ত রয়েছে কোকা-কোলা।
