১২ বছর পর ভারতে ফিফা ওয়ার্ল্ড কাপ™ ট্রফি

২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপ™-এর প্রাক্কালে কোকা-কোলা ট্রফি ট্যুরের অংশ হিসেবে ভারতে এল আসল ফিফা ওয়ার্ল্ড কাপ™ ট্রফি। দীর্ঘ ১২ বছর পর এই ট্রফিটি পুনরায় ভারতে আসায় ফুটবল প্রেমীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। কোকা-কোলা এবং ফিফার দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বের ফলেই এই বিশেষ আয়োজন সম্ভব হয়েছে।
দিল্লির তাজমহল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রফিটি উন্মোচন করেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা লিজেন্ড ও ব্রাজিলীয় বিশ্বকাপ জয়ী খেলোয়াড় গিলবার্তো ডি’সিলভা, ক্রীড়া ইতিহাসবিদ বোরিয়া মজুমদার এবং কোকা-কোলা ইন্ডিয়ার শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে খেলাধুলা এখন জাতীয় অগ্রাধিকার। ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিশ্বের শীর্ষ পাঁচটি ক্রীড়া শক্তির মধ্যে নিয়ে আসার লক্ষ্যের সঙ্গে এই ট্রফি ট্যুরটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ।”
কোকা-কোলা ইন্ডিয়ার প্রেসিডেন্ট সংকেত রায় বলেন, “ভারতের ক্রীড়া জগৎ এখন এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ফিফার সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তটি ভারতীয় ভক্তদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, ১৮ ক্যারেট নিরেট সোনা দিয়ে তৈরি ৬.১৭৫ কেজি ওজনের এই ট্রফিটি শুধুমাত্র রাষ্ট্রপ্রধান ও বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রাই স্পর্শ করতে পারেন। এই ট্যুরে কোকা-কোলা তাদের #MaidaanSaaf উদ্যোগের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দিচ্ছে। ২০২৬ বিশ্বকাপের আগে এই সফর বিশ্বের ৩০টি দেশে মোট ৭৫টি স্টপে পৌঁছাবে।