ফের হাঁড় কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে!

উত্তুরে হাওয়ায় ফের কমল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। পারদ নেমে গেল ছ’ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রা এমনই থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। শনিবার ফের পারদ নিম্নমুখী। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের পৌঁছে গিয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ২.৫ ডিগ্রি কম। এ ছাড়া, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি কম।

রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে। গত সপ্তাহেও দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ছিল। আপাতত তা নেই। আগামী সাত দিন উত্তর বা দক্ষিণের কোথাও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

চলতি মরসুমে শুরু থেকেই শীতে দাপট দেখাচ্ছে দক্ষিণবঙ্গ। দক্ষিণের একাধিক জেলার তাপমাত্রা উত্তরবঙ্গের চেয়েও নেমে যাচ্ছে। দার্জিলিং ছাড়া উত্তরের বাকি সব শহরকেই টেক্কা দিচ্ছে দক্ষিণের ঠান্ডা। শনিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে সর্বনিম্ন। তবে তার পরে সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় আর উত্তরের কেউ নেই।