রাস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা মালদায়

রাস পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল কৃষ্ণভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল থেকেই উৎসবের আবহে মেতে ওঠে শহর। মালদা শহরের বি.এস.রোডের চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

প্রতি বছরই শ্রীশ্রী ব্রজযুগল ও শ্রীশ্রী রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ির পক্ষ থেকে এই রাস উৎসবের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকের শোভাযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন— কেউ কৃষ্ণ, কেউ রাধা, আবার কেউ শ্রীশ্রী চৈতন্যদেব সেজে উপস্থিত ছিলেন। শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষ্ণভক্তদের আবেগ, ভক্তি ও আনন্দে মুখরিত হয়ে ওঠে মালদা শহর।

আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, শোভাযাত্রা শেষে রাতে ভোগ বিতরণ ও ভক্তিমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাস পূর্ণিমার এই উৎসবকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।