ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার SIR-এর কাজ। এরই মধ্যে নির্বাচন চলাকালীন মৃত BLO-দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে এগোচ্ছে নির্বাচন কমিশন।

তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই অঙ্ক এখনও চূড়ান্ত করেনি কমিশন। ইতিমধ্যেই ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইসি। জানানো হয়েছে, SIR প্রক্রিয়ায় যদি কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগে, তা হলে তা দ্রুত কমিশনকে জানাতে হবে।

কমিশন ইতিমধ্যেই SIR-এর কাজ ৭ দিন পিছিয়ে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় কাজ যথেষ্ট ভালো গতিতে এগিয়েছে, ফলে অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না। SIR-এর মূল অংশ প্রায় শেষের দিকে। তার উপর সামনে বিধানসভা ভোট, এই কারণে বাড়তি সময় নেবে না পশ্চিমবঙ্গ।