উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত কমিশনের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলার কালীগঞ্জের পাশাপাশি দেশের মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

তার আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এই প্রথমবার উপনির্বাচনে বুথের ভেতরের পাশাপাশি বাইরেও লাইভ স্ট্রিমিং বা ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। কালীগঞ্জের ৩০৯টি বুথেই এই বন্দোবস্ত করা হচ্ছে। ভোটের দিন অশান্তির ঘটনা আগেও ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও বহুক্ষেত্রে লাভ হয়নি। এর পুনরাবৃত্তি রুখতে এবার উদ্যোগী কমিশন।

শান্তিপূর্ণ ভোট করাতে শুরু থেকেই সতর্কতার সঙ্গে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বুথের বাইরে একশো মিটারের মধ্যে কী ঘটছে সেদিকেও নজর রাখা হবে। এর পাশাপাশি ভোটকেন্দ্রের সুরক্ষার জন্য মোতায়েন করা ফ্লাইং স্কোয়্যাড ও কুইক রেসপন্স টিমের গতিবিধিও দেখা হবে।