গরমের হাত থেকে কিছুটা নিস্তার পেলেও ফের রোদের ঝলমলেতে ঠান্ডার পরিবেশ কাটলো। হঠাৎই আজ দুপুর বৃষ্টির দেখা মিলেছিল। অনেকেই ভেবেছিল এই বৃষ্টির ফলে হয়তো গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে।
কিন্তু বৃষ্টি কিছুটা হবার পর ফের গরমের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। আর এই নিয়ে এক শহরবাসী বলেন জলপাইগুড়ি শহরে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু তা সাময়িক।
এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়া দরকার। তাই না হলে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও ফের গরমের পরিবেশ তৈরি হচ্ছে। আমাদের স্বস্তি মিলছে না।
