কমিউনিস্টদের কালচার এখনো অনেক পার্টির মধ্যে রয়ে গেছে: মুখ্যমন্ত্রী

এখনো অনেক লোকের মধ্যে কমিউনিস্টদের মানসিকতা রয়ে গেছে। অগ্নিসংযোগ, সন্ত্রাসের মতো তাণ্ডবলীলা সিপিএম থেকে আমদানি করা হয়েছে। কিন্তু সন্ত্রাসের মতো রাজনীতিকে কখনো মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি। আজ এডিসির সদর কার্যালয় খুমুলুঙে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িঘর পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কমিউনিস্টরা যেখানে শাসন করেছে – সেটা ত্রিপুরা হোক বা পশ্চিমবঙ্গ হোক বা কেরালা হোক – সব জায়গার মধ্যে আমরা দেখেছি তৎকালীন সময়ে তারা যেভাবে শাসন চালিয়েছে সেই রেশ রয়ে গেছে। আজ কেরালা বাদে দুটো রাজ্যে তারা শাসন ক্ষমতায় নেই। কিন্তু তাদের যে কালচার সেটা এখনো অনেক পার্টির মধ্যে রয়ে গেছে।

আর আমাদের ভারতীয় জনতা পার্টি ও আমাদের সরকার বরাবরই মানুষের জন্য কাজ করতে বিশ্বাস করে। মুখ্যমন্ত্রী বলেন, যে ধরনের তাণ্ডবলীলা তারা করে যেমন অগ্নিসংযোগ, সন্ত্রাস এসমস্ত কিছু সিপিএম থেকেই সংগ্রহ করেছে। এধরণের রাজনীতি আমরা কোন অবস্থায় মান্যতা দিই না। এক্ষেত্রে পুলিশ পুলিশের কাজ করবে। আইন আইনের কাজ করবে। আমি এখনো বলবো সময় আছে – এসব থেকে বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে একই অবস্থা প্রত্যক্ষ হয়েছে। কেরালার কথা বলেও লাভ নেই। আমাদের অনেক পার্টির, বহু জায়গার মধ্যে বহু ব্যক্তির মধ্যে কমিউনিস্টদের মানসিকতা রয়ে গেছে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। জোর করে কিছু আদায় করা বা নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে না। মানুষ কোন অবস্থায় সেটাকে গ্রহণ করবে না। আমরা এসব দেখছি।

ডাঃ সাহা জানান, আজ খুমুলুঙে এসে আমি আক্রান্ত পরিবারের বাড়িতে যাই। বাড়ির মহিলার উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাদের বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে। গয়নাগাটি, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে। ফ্রিজ থেকে শুরু করে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের পার্টি অফিস নষ্ট করে দেওয়া হয়েছে। এরআগেও কিছু হলে পার্টি অফিস ভেঙে দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা কোন অবস্থায় মানা যাবে না। এজন্য আগামীদিনে যা যা করার করা হবে। পরিদর্শন কালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, স্থানীয় মন্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।