অভিযোগ রাজ্য সরকারের তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার রাজনৈতিক কারণে বাংলার প্রাপ্য অর্থ আটকে রাখছে।

এই তর্জার মধ্যেই কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের তরফে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকার তহবিল পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এই অর্থ চলতি অর্থবর্ষের ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’ খাতের প্রথম কিস্তি। রাজ্যের ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ২১টি জেলা পরিষদে এই তহবিল পৌঁছবে। এই অর্থের মূল লক্ষ্য গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত অবকাঠামোকে শক্তিশালী করা।

পঞ্চায়েতিরাজ মন্ত্রক জানিয়েছে, এই অনুদানের অর্থ কীভাবে ব্যবহার করা হবে, তা নির্ধারণের স্বাধীনতা থাকবে প্রতিটি স্থানীয় প্রশাসনিক সংস্থার হাতে। রাস্তা ও ফুটপাথ নির্মাণ, পথবাতি বসানো, খেলার মাঠ তৈরি, কিংবা গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো প্রকল্পে এই তহবিল খরচ করা যাবে।