গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় ডেঙ্গি ইস্যুতে উত্তাল বিধানসভা। ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব দেয় বিজেপি। স্পিকার নাকচ করায় বিধানসভায় বিজেপির ওয়াকআউট।
রাজ্য সরকারকে জোর কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘স্পিকার এই বিষয়ে কোনও আলোচনা করেননি। আমাদের অধ্যক্ষের ডানদিকে মুখ্যমন্ত্রী বসেন, ওইদিকের চোখ শুধু খোলা ছিল!’ প্রতিবাদ জানাতে এদিন সামনে মশা, মশারি নিয়ে বিধানসভার মধ্যেই অভিনব ওয়াকআউট বিজেপির।
রীতিমতো বিক্ষোভে মেতে ওঠেন বিজেপি বিধায়করা। শুভেন্দু বলেন, ‘সরকার গোল গোল উত্তর দিচ্ছে। এখনও পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের টেস্ট হয়েছে, কতজনের চিকিৎসা চলছে, কত জনের মৃত্যু হয়েছে এই গোটা বিষয়ে কোনও তথ্য দিচ্ছেনা সরকার। অন্ধকারে রাখা হচ্ছে সবাইকে।’