বিধান নগরে রাম মন্দির নির্মাণ

এমনই ব্যানার পড়লো সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায়। আগামী মার্চে মাসে নির্মাণ কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণ এর ব্যানার পড়লো।

আগামী মার্চ মাসের 26 তারিখ রামনবমীর দিন  মন্দিরের শিলান্যাস হবার দাবি, নিজেকে এই মন্দির তৈরীর  আহ্বায়ক বলে দাবি করা বিধান নগর বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় পয়রার।

রাম মন্দিরের পাশাপাশি স্কুল,হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরী হবে বলে দাবি তার। বিধাননগরে রাম মন্দির নির্মাণ হবে ৪ বিঘা জমির ওপর এমনই দাবী আহ্বায়ক সঞ্জয় পয়ড়ার।