দিনহাটা, ৯ অক্টোবর — ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় দিনহাটার বুড়িরহাট এলাকায় দুটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন বিশ্বকর্মা, তৃণমূল কংগ্রেসের দিনহাটা দুই নম্বর ব্লকের সহ-সভাপতি আব্দুল সাত্তার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এলাকার বাসিন্দারা।
প্রকল্প সূত্রে জানা গেছে, বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুকুরকচুয়া বুথে রবি বর্মনের বাড়ি থেকে অরুন বর্মনের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার দীর্ঘ একটি কংক্রিট রাস্তা নির্মাণ করা হবে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৯.৫ লক্ষ টাকা। পাশাপাশি, নাজিম উদ্দিন মিঞার বাড়ি থেকে বালাকুড়া পুরান মসজিদ পর্যন্ত ১১০ মিটার দীর্ঘ একটি পেভার ব্লক রাস্তা তৈরি হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩.৫ লক্ষ টাকা।
এই প্রসঙ্গে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং জানান, “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শোনা হয়েছে। সেই অনুযায়ী, অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি রাস্তাগুলোর কাজ প্রথমে শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রস্তাবিত কাজও বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পের মাধ্যমে পাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। উন্নয়নের এই ধারা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক কর্তৃপক্ষ।
