নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বুথে না গিয়ে বিএলও অফিস বসালেন নেতার বাড়িতে।
রাজ্যে জুড়ে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলির কাজ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিএলও -কে প্রতিদিন বাড়ি পরিদর্শন করে ভোটারদের ফর্ম বিলিও সংগ্রহ করতে বলা হয়েছে।
কিন্তু সেই নির্দেশকে কার্যত অমান্য করে রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৯/৭৭ নং বুথে ঘটছে এক বিতর্কিত ঘটনা। অভিযোগ, ওই বুথের বিএলও মৌসুমী রায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য ভবতোষ রায়ের বাড়ির অফিসে বসেই এসআইআর ফর্ম বিলি করছে ও সংগ্রহ করছে।
স্থানীয়রা জানান, বিএলও তাঁদের বাড়িতে না গিয়ে প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতেই বসেছে। অনেকে দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে ফর্ম জমা দিতে আসছে ওই বাড়িতে।
বিএলও মৌসুমী রায় বলেন, “এলাকার মানুষজন বলেছে এক জায়গায় বসে কাজ হলে সুবিধা হবে। তাই বাড়িতে বসেই ফর্ম দিচ্ছি ও নিচ্ছি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করছি।”
তবে এলাকাবাসীর বক্তব্য সম্পূর্ণ উল্টো। তাঁদের দাবি, কেউই বিএলও-কে এমনভাবে বসে কাজ করার কথা বলেননি।
প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভবতোষ রায়ের দাবি, “বিএলও আমার বাড়িতে এসেছে। যেহেতু আমার বাড়ির আশেপাশে অনেক ভোটার, তাই তিনি এখানেই বসে ফর্ম নিচ্ছেন। এতে অন্যায় কিছু দেখি না।”
