এসআইআরের কাজের অতিরিক্ত চাপের জেরে এক বিএলও-র মৃত্যুর অভিযোগ মালদায়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায়।
মৃতার নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি পেশায় আইসিডিএস কর্মী ছিলেন ও ইংরেজবাজার পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথে বিএলও-র দায়িত্বে ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রবল কাজের চাপ ও তীব্র শীতের মধ্যেই গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন সম্পৃতা দেবী।
চিকিৎসকের কাছে গেলে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এসআইআর সংক্রান্ত কাজের চাপ থাকায় বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ। এর ফলেই শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে ও তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গায়েত্রী ঘোষ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের কারণেই বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছে।
সেই চাপের পরিণতিতেই এই মর্মান্তিক মৃত্যু বলে দাবি তাঁর। অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে সব দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপালে হবে না। তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতৃত্বরাও বিএলও-দের উপর চাপ সৃষ্টি করে। সেই কারণেই এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
