আবারও শুরু হতে চলেছে কোচবিহারের গর্ব ও ঐতিহ্যের প্রতীক রাসমেলা। সেই মেলাকে ঘিরে প্রস্তুতির তোর জোড় শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার কোচবিহার ল্যান্সডাউন হলে অনুষ্ঠিত হলো প্রশাসনের বিশেষ বৈঠক, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের কৌশল।
এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক শ্রীকৃষ্ণ গোপাল মিনা সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বৈঠক শেষে জেলা শাসক জানান, “রাসমেলা কোচবিহারের ঐতিহ্য বহন করে। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই উৎসবে। তাই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।”
তিনি আরও জানান, এবছরও রাসমেলা চলবে টানা ১৫ দিন। প্রতি বছরের মতো এবারও রাজ্যজুড়ে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠবে কোচবিহার। প্রশাসনের লক্ষ্য — “ঐতিহ্যের আনন্দে নিরাপত্তার ছোঁয়া।”
