বদলি হলেন কোচবিহার জেলা পুলিশ সুপার

বদলি হলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তাঁর জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন আইপিএস অফিসার সন্দ্বীপ খাররা। প্রশাসনিক মহলের মতে, সাম্প্রতিক বিতর্কিত ঘটনার জেরেই তাঁকে কার্যত সরিয়ে দেওয়া হল।

জানা গেছে, কালীপুজোর রাতে কোচবিহারের রেলঘুমটি মোড় এলাকার পুলিশ সুপারের সরকারি আবাসন চত্বরে স্থানীয় বাসিন্দারা বাজি ফাটালে, কোনো সতর্কতা ছাড়াই দ্যুতিমান স্বয়ং লাঠি হাতে প্রতিবেশীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

পরদিনই ওই এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় সড়ক অবরোধ করে পুলিশ সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় ও অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়।

ঘটনার প্রতিবাদে বিজেপি সহ একাধিক সামাজিক সংগঠন রাস্তায় নামে ও জেলা পুলিশ সুপারের বদলির দাবি জানায়। অবশেষে বৃহস্পতিবার রাতে রাজ্য সরকারের তরফে বদলির নোটিস জারি হয়।