নয়া মোড় নিতে চলেছে দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসিতে নয়া নিয়োগ প্রক্রিয়ায় আর কোনও বাধা নেই আপাতত।

চাকরিহারাদের একাংশের করা মামলায় হাইকোর্ট জানিয়ে দিয়েছে ২০২৫-এ তৈরি করা এসএসসি-র রুলকেই মান্যতা দেওয়া হবে। ইতিমধ্যেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মাথায় রেখে ৩০ মে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন।

কমিশন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হতে পারে। তবে এখনও অনেক ক্ষেত্রে জট খোলেনি। তাই এই পরিস্থিতিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন চাকরিহারারা। সবমিলিয়ে জট খুলেও খুলছে না ২৬০০০ ইস্যুতে।