বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন মোড়।
রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা হাজিরা দিলেন কলকাতার বিশেষ আদালতে। শুনানির দিনেই ইডি তাঁর বিরুদ্ধে নতুন তথ্য ও প্রমাণ পেশ করে। সেই নথি জমা দেওয়ার পরই ফের চাপে পড়লেন রাজ্যের মন্ত্রী। ইডি-র দাবি, “নিয়োগ প্রার্থীদের থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে ঘুষ নিয়েছিলেন চন্দ্রনাথ। ১৫৯ জন প্রার্থীর কাছ থেকে নেওয়া সেই অর্থের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা।”
তদন্তকারীদের অভিযোগ, এই বিপুল অর্থের কোনও হিসেব দিতে পারেননি মন্ত্রী। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা সম্পত্তির কাগজ, কোথাও নেই সেই টাকার হদিস। আদালতে এদিন ইডি-র প্রমাণ পেশের পর সময় চান মন্ত্রীর আইনজীবী। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।
