উদ্ধার হলো কয়েক কোটি টাকার জাল নোট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের শিরোনামে শেখ শাহজাহান।

সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের মালিকানাধীন একটি গেস্টহাউজ থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে ১০ কোটি টাকার জাল নোট। জাল নোট উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই মহেশতলার দেবব্রত চক্রবর্তী এবং মটরদিঘির সিরাজউদ্দিমন মোল্লাহ নামের দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। গেস্টহাউজে রাখা বিস্কুটের কার্টন থেকে এই বিপুল পরিমাণ নোট উদ্ধার করা হয়েছে। জাল নোট লুকিয়ে রাখতে নোটের বান্ডিলের ওপরের দিকে রাখা ছিল আসল নোট। শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জাল নোটের উৎসের খোঁজে বহুদিন ধরেই তদন্ত চালানো হচ্ছে।