মালদায় উদ্বোধন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সাক্ষী ঐতিহাসিক মুহূর্ত

ঐতিহাসিক সাক্ষী রইল মালদা। ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বাইশোনার হেলিকপ্টারের চেপে মালদা রেল স্টেশন সংলগ্ন রেল ব্যারাক কলোনি ময়দানে নামেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে পৌঁছান মালদা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে।

বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদি। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নরেন্দ্র মোদির ছবি ও বন্দে ভারত স্লিপার ট্রেনের ছবি একে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। এরপর ট্রেনের যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। হাওড়া থেকে কামাখ্যা চলবে এই ট্রেন।

কিন্তু এদিন মালদা থেকে সেই ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রাখতে স্টেশন থেকে বন্ধ ভারত স্লিপার ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন বিনামূল্যে যাত্রা করার সুযোগ পান বহু যাত্রী। ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার বাইপাস এলাকায় প্রকাশ্য জনসভার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।