রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণায় সিপিআইএমের কটাক্ষ

মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নামে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে তাপ বাড়ল উত্তরবঙ্গের রাজনীতিতে। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে “ভোটের রাজনীতি” বলে কটাক্ষ করল দার্জিলিং জেলা সিপিআইএম।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জেলা সম্পাদক সমন পাঠক বলেন, “বাম আমলেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম তৈরি হয়েছিল। এমনকি কাওয়াখালীতেও স্টেডিয়াম তৈরির পরিকল্পনা ছিল। এখন নির্বাচন ঘনিয়ে আসতেই সরকার উন্নয়নের নামে প্রচারের রাজনীতি শুরু করেছে।”

তিনি আরও অভিযোগ করেন, “রাজ্য সরকার উন্নয়নের নামে জনসাধারণকে বিভ্রান্ত করছে। পাশাপাশি শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের সিদ্ধান্ত রাজ্যের ধর্মনিরপেক্ষ চেতনার পরিপন্থী। বর্তমান সরকার বিজেপির ধাঁচে কাজ করছে, যা উদ্বেগজনক।”