ভারতের হস্তশিল্প বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠান-চালিত উদ্যোগ ‘ক্রাফট কালেক্টিভ’, আজ কলকাতায় তাদের ফোরামের উদ্বোধনের কথা ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত এই অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।
ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার্স (FMC) দ্বারা আয়োজিত এবং কারু, রেড স্ট্র্যাটেজি পার্টনার্স ও কলকাতার দ্য রেড বাড়ি-এর অংশীদারিত্বে গঠিত ‘ক্রাফট কালেক্টিভ’-এর এই উদ্যোগকে সমর্থন করছে ইন্ডিয়া ক্যাশ গ্র্যান্ট প্রোগ্রামের অধীনে থাকা সিসকো। হস্তশিল্পের ঐতিহ্যবাহী ক্লাস্টার এবং সমসাময়িক বিশ্ববাজারের মধ্যে ব্যবধান মেটাতে ক্রাফট কালেক্টিভ কারিগর, ডিজাইনার, প্রতিষ্ঠান, ক্রেতা এবং সাংস্কৃতিক চর্চায় যুক্ত সকলকে একমঞ্চে আনতে চলেছে। এই ফোরামে উপস্থিত থাকবেন ভারতের অন্যতম প্রধান বস্ত্র উদ্যোক্তা শ্রী বিক্রম জোশী এবং বাংলার একজন স্বনামধন্য বস্ত্রশিল্পের ব্যক্তিত্ব নন্দিতা রাজা। ফ্রান্স ও ইতালির কনসাল জেনারেলসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ঊর্ধ্বতন কূটনৈতিক প্রতিনিধিত্বেরও আশা করা হচ্ছে।
এই কর্মসূচীতে থাকবে কিউরেটেড প্রদর্শনী, একটি বিপণন কেন্দ্র, আলোচনা সভা, মাস্টারক্লাস এবং সাংস্কৃতিক পরিবেশনা। অসম, ঊড়িষ্যা এবং মধ্যপ্রদেশের মতো ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগরদের দল এতে অংশ নেবে, যা দর্শনার্থীদের আঞ্চলিক হস্তশিল্পের ঐতিহ্য এবং শিল্পীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ করে দেবে। ফাউন্ডেশন ফর এমএসএমই ক্লাস্টার্স-এর জেনারেল ম্যানেজার মি. সাগ্নিক লাহিড়ী উল্লেখ করেছেন, “এই শহরটি দীর্ঘকাল ধরে হস্তশিল্প, চিন্তাধারা এবং শৈল্পিক অনুশীলনের মতো বিষয়গুলির চর্চাকেন্দ্র। এখানে ‘ক্রাফট কালেক্টিভ’-এর সূচনা আমাদের সেই ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি ভবিষ্যতের সমসাময়িক পথ তৈরির সুযোগ করে দেবে।”
কলকাতার ‘ক্রাফট অ্যান্ড কালচার ফোরাম’ উদ্বোধন ক্রাফট কালেক্টিভের
