ক্রিপ্টো বিনিয়োগে প্রতা*রণা! উধাও লাখ টাকা

ফের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারিত হলেন এক ব্যক্তি। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতেছিল প্রতারকেরা। সেই ফাঁদেই পা দিয়ে ফেললেন বেঙ্গালুরুর শক্তিভেল নামক বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতারকদের দাবি পূরণের জন্য ৪ লক্ষ টাকা ঋণও নিতে হয় তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আশুতোষ শর্মা নামক এক ব্যক্তির সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ হয় শক্তিভেলের। সেখানে অনলাইনে বিনিয়োগের বিষয়ে আশুতোষ উৎসাহিত করেন তাঁকে।
প্রথমদিকে বিনিয়োগ করে লাভ হওয়ায়, পরে আরও বেশি বেশি করে বিনিয়োগ করতে শুরু করেন তিনি।
কিন্তু আচমকাই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট থেকে শক্তিভেলের টাকা তোলা আটকে যায়। তাঁকে জানানো হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল দেওয়া রয়েছে। তা সংশোধন করতে তাঁর কাছ থেকে চার লক্ষ টাকা চাওয়া হয়।

অভিযোগকারীর দাবি, গত ৩ জুলাই থেকে ১ অগাস্টের মধ্যে তাঁর কাছ থেকে ৪২,৬২,০৮১ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।