বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়তে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকেই রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলে গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার উত্তরবঙ্গে – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গ – মূলত পরিষ্কার আকাশ থাকলেও কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।

বুধবার উত্তরবঙ্গের – জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গ – ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার থেকে পরিবর্তন। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতি ও শুক্রবারে একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই আশঙ্কা।