ঘীস নদীর চরে ফের উদ্ধার মর্টার শেল, সেনাবাহিনীর তৎপরতায় নিষ্ক্রিয় দুই শেল

বৃহস্পতিবার ও শুক্রবার, পরপর দু’দিনে মোট দুইটি মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করল সেনাবাহিনী। এই নিয়ে গত এক বছরে ঘীস নদীর চর থেকে উদ্ধার হওয়া শেলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। বৃহস্পতিবার ঘিসবস্তি এলাকার কয়েকজন যুবক নদীর চরে একটি মরচে ধরা শেল পড়ে থাকতে দেখে মাল থানায় খবর দেন।

এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সুরক্ষার জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়। সেনাবাহিনীর বোম স্কোয়াডকে খবর দেওয়া হলে, তারা আজ শুক্রবার ঘটনাস্থলে এসে আরও একটি মর্টার শেল খুঁজে পায় এবং দু’টি শেলই নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

তবে এতগুলি মর্টার শেল কোথা থেকে এল, বা কীভাবে ঘীস নদীর চরে বারবার মিলছে—তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য মেলেনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।