দার্জিলিং পৌরসভা কর্মচারীদের সংগঠন আনুষ্ঠানিকভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল। এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সংগঠনের সভাপতি এলেন ছেত্রী।
তিনি জানান, “দার্জিলিং পৌরসভায় আগে দুটি ইউনিয়ন ছিল। এখন দুইটি ইউনিয়ন একত্র করে একটি ঐক্যবদ্ধ সংগঠন। পৌরসভা কর্মীদের পিএফ, পেনশন, দৈনিক মজুরি-সহ একাধিক সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে পথ খুঁজছিলাম।”
এলেন ছেত্রী আরও বলেন, “বিজিপিএম সভাপতি অনীত থাপা যেভাবে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে চলেছে, তা আস্থার জায়গা তৈরি করেছে। ওনার সঙ্গে বৈঠক করেছি। উনি সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেছে ও সমাধান একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু তিনি চেষ্টা করবেন বাস্তবসম্মত সমাধান দিতে এমনটি জানিয়েছে অনেক থাকা বলে তিনি দাবি করেন।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে যুক্ত হয়ে তারা এখন থেকে আরও সংগঠিতভাবে পৌর কর্মচারীদের দাবিগুলি প্রশাসনের সামনে তুলে ধরবে।
এই সিদ্ধান্তের ফলে দার্জিলিং পৌরসভার কর্মীদের বহুদিনের দাবি-দাওয়াগুলি নিয়ে নতুন করে আশাবাদের বাতাবরণ তৈরি হয়েছে। অনেক কর্মীর মতে, এটি একটি “ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত”।
