শিলিগুড়ি থেকে পর্যটকদের নিয়ে যেতে পারবে না দার্জিলিংয়ের গাড়ি, সকাল থেকে রাস্তায় সমতলের চালকরা

আজ থেকে দার্জিলিং এর গাড়ি শিলিগুড়ি থেকে পর্যটকদের নিয়ে যেতে পারবে না। সোমবারই একথা জানিয়েছে তরাইয়ের গাড়ি চালকদের সংগঠনগুলি।

কয়েক সপ্তাহ ধরেই দার্জিলিংয়ে শিলিগুড়ি থেকে যাওয়া পর্যটকদের গাড়িগুলি মাঝেমধ্যেই সাইড সিনের জায়গায় আটকে দেওয়ার অভিযোগ উঠছে।এই নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও সমাধান হয়নি।এরপরেই সোমবার সমতলের গাড়ি চালকেরাও জানান, দার্জিলিং এর কোনও গাড়ি সমতল থেকে পর্যটক নিয়ে যেতে পারবে না।গাড়িগুলিকে এখানে পর্যটকদের পৌঁছে দিয়ে ফাঁকা যেতে হবে।

মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিকের মতো শিলিগুড়ির গাড়িতেই দার্জিলিং গিয়েছেন পর্যটকেরা। তবে দ্রুত সমস্যার সমাধান চাইছেন চালকেরা। দুই পক্ষ আলোচনায় বসে মীমাংসা করুক তা চাইছে সকলে। এর আগে পাহাড়ে গাড়ি আটকাতেই বিষয়টি নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন মহলের দ্বারস্থ হন সমতলের গাড়ি চালক ও ট্যুর অপারেটরদের সংস্থাগুলি। পরে প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষকে নিয়ে আলোচনা বসা হয়। সেখানেই পাহাড়ের গাড়ি চালক সংগঠনগুলি দাবি করে পাহাড়ে সাইড সিনের জন্য তাঁদের গাড়িই ভাড়া করতে হবে পর্যটকদের। শিলিগুড়ির গাড়ি শুরু পাহাড়ে পর্যটকদের পৌঁছে দেবে। যেকারণে এবার সমতলের গাড়ি চালকেরাও পালটা পদক্ষেপ নিয়েছে।