জলপাইগুড়িতে ফের দু’বছরের ব্যবধানে আবারও উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃত*দেহ!

জলপাইগুড়ি শহরে ফের ঘটনার সাক্ষী থাকল ডাঙ্গাপাড়া। শনিবার সকালে শহরের ৭ নম্বর গলিতে উদ্ধার হল এক দম্পতির জোড়া মৃতদেহ। মৃতরা হলো সানি রাউত ও তাঁর স্ত্রী নন্দিনী রাউত।

স্থানীয় সূত্রে খবর, নিত্যদিনের মতো এদিনও সকালবেলা স্ত্রী নন্দিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি ডাঙ্গাপাড়ায় এসেছিলো রেল কর্মী সানি। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। নন্দিনীকে নিয়ে সন্দেহ করতো সানি—এই অভিযোগ এলাকাবাসীর একাংশের।

শনিবার সকালে নন্দিনীর বাবার বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নন্দিনীর দেহ। পাশের ঘরেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সানি রাউতের দেহ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ডাঙ্গাপাড়া ও হরিজনপল্লী এলাকায়।

স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার প্রকাশ্যে স্বামী-স্ত্রীর মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এমনকী, পারিবারিক অশান্তি বারবার প্রতিবেশীদের নজরে এসেছিল। জানা গেছে, মৃত দম্পতির দুই সন্তান রয়েছে।

উল্লেখ্য, প্রায় দু’বছর আগে শহরের পান্ডাপাড়া এলাকায় সমাজকর্মী দম্পতি অপর্ণা ও সুবোধ ভট্টাচার্যের জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনার স্মৃতি এখনও তাজা শহরবাসীর মনে। তার পর আবার একই ধরনের মর্মান্তিক ঘটনায় ফের শোকস্তব্ধ জলপাইগুড়ি।

ঘটনার খবর পেয়েই কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।