জলপাইগুড়ি শহরে পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস

জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পালন করা হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন। এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছবিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ অন্যান্য নেতারা। ভারতের অন্যতম দুই ব্যক্তিত্বের জীবন কথা‌ তুলে ধরেন তাঁরা। দেশের জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার।