চিতাবাঘের হা*নায় কিশোরের মৃ*ত্যু, ফের আ*তঙ্ক

জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের দক্ষিণ খেরকাটা এলাকায় ফের চিতাবাঘের হানায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির উঠোন থেকে হঠাৎই ১২ বছরের অকস্মিক রায়কে টেনে নিয়ে যায় একটি চিতাবাঘ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা প্রশ্ন তোলেন, “মানুষখেকো চিতাবাঘের আতঙ্ক কবে থামবে?”

ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার আইসি, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায়, ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বন দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ খেরকাটা অঞ্চলে এক কিশোরীও চিতাবাঘের হানায় প্রাণ হারিয়েছিল। একের পর এক ঘটনায় প্রশাসন ও বনদপ্তরের মধ্যে উদ্বেগ বাড়ছে।

যদিও ইতিমধ্যেই দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে, তবু মঙ্গলবারের ঘটনায় ফের আতঙ্কে কাঁপছে গোটা এলাকা। বনকর্মীরা টহলদারি ও ফাঁদ পেতেই কাজ চালাচ্ছে। এদিকে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।