বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার প্রচার ও ব্যক্তিত্বের অধিকার রক্ষা করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বুধবার তিনি এই আবেদন করেন, যেখানে ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি জাল ভিডিও, যার মধ্যে যৌন উপাদানও রয়েছে, এবং তার ছবি ও ব্যক্তিত্ব অবৈধভাবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ আদালতে জানান, বিভিন্ন প্ল্যাটফর্ম অভিনেতার স্বাক্ষরিত নকল ছবি এবং অশ্লীল বিষয়বস্তুও তৈরি করছে। বিচারপতি তেজস কারিয়া এই বিষয়ে আইনজীবীকে কিছু প্রশ্ন করেন এবং দুপুর আড়াইটায় শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করেন।
প্রসঙ্গত, অভিষেকের স্ত্রী, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন মঙ্গলবার একই ধরনের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি তার নাম, ছবি এবং এআই-এর মাধ্যমে তৈরি পর্নোগ্রাফিক সামগ্রীর অবৈধ ব্যবহার বন্ধ করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন।
