রকমারি ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে তুলুন অফিস ডেস্ক

ঘর সাজাতে অনেকেই ব্যবহার করেন লাকি ব্যাম্বু, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট। এবার সেই তালিকায় জুড়ে নিন আরও কয়েকটি গাছ। অল্প যত্নেই বেড়ে ওঠা এই গাছগুলি দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার অফিসের ডেস্কও।

১. স্পাইডার প্ল্যান্ট

অত্যন্ত জনপ্রিয় এই ইনডোর প্ল্যান্টটি কম আলোতেও খুব ভালোভাবে বেড়ে ওঠে। অল্প পরিমাণে নিয়মিত জল দিলেই যথেষ্ট। তবে একটি বিষয় মনে রাখা জরুরি। গাছের পাতা শুকিয়ে গেলে সেগুলি দ্রুত কেটে ফেলতে হবে। এতে গাছটি আরও দ্রুত ও সুন্দরভাবে বেড়ে উঠবে।

২. স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট মূলত পাতাবহুল গাছ। এটি বাতাসের ক্ষতিকর দূষিত উপাদান শোষণ করে পরিবেশে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর যত্ন নেওয়াও খুব সহজ।

৩. ক্যাকটাস

ক্যাকটাসে কাঁটা থাকলেও এটির প্রতি ঝোঁক অনেকেরই। রোজ জল দেওয়ারও ঝক্কি নেই এতে। বানি ইয়ার্স, ওল্ড লেডি ক্যাকটাস, চিনা ক্যাকটাস, সাগুয়ারো ক্যাকটাস বেশ জনপ্রিয়।

৪. ফিলোডেনড্রন

এই গাছটি দেখতে অনেকটা পোথোসের মতো। এর একাধিক প্রজাতি রয়েছে। ঘন সবুজ বাহারি পাতার এই সুন্দর গাছটি সাজিয়ে রাখতে পারেন অফিস ডেস্কে।