আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক (ডিসিটি আবু ধাবি)-এর অধীনে থাকা ডেস্টিনেশন ব্র্যান্ড এক্সপিরিয়েন্স আবু ধাবি তাদের নতুন আঞ্চলিক ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম ঘোষণা করল। তাঁর স্বামী ও বলিউড আইকন রণবীর সিং ২০২৩ সাল থেকে এক্সপিরিয়েন্স আবু ধাবির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর । এ বার স্বামীর সঙ্গে যোগ দিলেন দীপিকাও। ফলে প্রথম বলিউড পাওয়ার-কাপল হিসেবে একসঙ্গে এই পর্যটন গন্তব্যকে উপস্থাপন করবেন তাঁরা। দেখাবেন, কীভাবে আবু ধাবি পর্যটকদের সবদিক থেকে ব্যক্তিগত ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সংযুক্ত করে রাখে। ভারত ও বিশ্বের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় দীপিকা তাঁর আবু ধাবি সফরের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সেই সফরের গল্প দেখাবে, আবু ধাবি হল সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিপূর্ণ এমন এক শহর, যেখানে সকলের জন্য কিছু না কিছু দেখার, করার ও খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
আবু ধাবি সম্পর্কে উচ্ছসিত রণবীর সিং বলেন, “আবু ধাবি হল এক সেরা পারিবারিক গন্তব্য। সংস্কৃতি, অ্যাডভেঞ্চার, সমুদ্রসৈকত, বিনোদন—আপনি যা চান সেই সবই এখানে হাজির।” তাঁর কথায়, “গত কয়েক বছরে এই শহরকে বিশ্ববাসীর সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি গর্বিত। আর এখন সেই খুশি দ্বিগুণ হয়েছে, কারণ স্ত্রী দীপিকাও আমার সঙ্গে এই সফরে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে যোগ দিয়েছে। পরিবার-বান্ধব বিভিন্ন আকর্ষণ থেকে শুরু করে আমিরশাহী অতিথিপরায়ণতার উষ্ণতা পর্যন্ত- আমরা সেই সবকিছুই উদযাপন করতে চলেছি- যা আবু ধাবিকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে। এ হল এমন এক জায়গা, যেখানে মানুষ আজীবনের স্মৃতি তৈরি করতে আসেন।”
দীপিকা পাড়ুকোন বলেন, “প্রিয়জনদের সঙ্গে ভ্রমণ সবসময়ই বেশি আনন্দের। গত তিন বছরের বেশি সময় ধরে রণবীর আবু ধাবিকে প্রচুর আবেগ নিয়ে আবিষ্কার ও উদযাপন করেছে, আর এখন আমি তাঁর সঙ্গে এই যাত্রায় যোগ দিচ্ছি। এখানকার প্রাণবন্ত ঐতিহ্য থেকে শুরু করে পরিবারের মতোই উষ্ণতায় স্বাগত জানানো পর্যন্ত- এই সুন্দর শহরের প্রতিটি দিক অনুভব করা, ঘোরা, আবিষ্কার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আবু ধাবির সঙ্গে এক রোমাঞ্চকর অধ্যায় কাটানোর কথা ভেবে আমি সত্যিই উত্তেজিত!”
