প্রশাসনিক নজরদারি বাড়তেই বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করল ডেঙ্গু সার্ভে টিম

কাজে ঢিলে মনোভাব ও গাফিলতির জন্য গত মঙ্গলবার‌ পুরসভার আধিকারিকের কাছে ধমক খেয়েছিলেন ডেঙ্গি সার্ভে টিমের সদস্যরা। এরপর থেকেই চিত্রটা যেন বদলে যায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করে মানুষদের সচেতন করতে দেখা যায় সার্ভে‌ টিমের সদস্যদের। বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নিচ্ছেন কোথাও জল জমে রয়েছে কিনা। অথবা কার‌ও বাড়িতে নোংরা আবর্জনা রয়েছে কিনা তা দেখছেন ডেঙ্গি সার্ভে টিমের সদস্যরা।

পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র‌ অভিযোগ তুলেছিলেন ডেঙ্গু প্রতিরোধের কর্মীরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। ডেঙ্গি বিজয় সভায় এই নিয়ে কর্মীদের রীতিমতো ধমকে দেন তিনি। শহরের ডেঙ্গু প্রতিরোধের জন্য কর্মীদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার কোনও কাজ সঠিকভাবে পালন করা হচ্ছে না বলে অভিযোগ করেন। পুরসভার হাউস টু হাউস মেম্বার এবং হাউস টু হাউস সুপারভাইজারদের তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এরপরেই তৎপরতা‌ দেখা যায় ডেঙ্গু প্রতিরোধের‌ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মধ্যে। প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে ঘরে বাইরে কোথাও কোন‌ও পাত্রে জল জমে রয়েছে কিনা খতিয়ে দেখছেন তাঁরা। বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিয়েও সতর্ক করা হয় সকলকে। জানা যাচ্ছে, এই কাজের জন্য শহরের বিভিন্ন এলাকায় প্রায় আড়াইশো সার্ভে টিম নিযুক্ত করা হয়েছে। এর‌ইমধ্যে‌ কিছু জায়গায় জমে থাকা জলে মশার লার্ভা পাওয়া গিয়েছে বলে জানান ডেঙ্গু সার্ভে টিমের সদস্যরা।